মোদির চিন্তা আমাদের দুশ্চিন্তা
দারুন চমক পেল ভারতের সাধারন মানুষ। হুম! সাধারণ মানুষই বলব। কারন শ্রী নরেন্দ্র সিংহ মোদির হঠাৎ এই নতুন চিন্তা তাদের মত মন্ত্রি সান্ত্রি দের বা উচ্চমধ্যবিত্ত যাদের সমস্ত কাজই নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে হয় তাদের বিশেষ অসুবিধা হবে বলে মনে হয়না ।
কিন্তু একটু রাস্তায় নামলে প্রত্যেকটা জায়গায় কি রকম হাহাকার শুরু হয়ে গেছে সেটা দেখার মতো। মোদির নতুন নতুন চিন্তাগুলো আমাদের খুব উৎসাহিত করেছিল। কিন্তু হটাৎ করে হুমড়ি খেয়ে পড়লাম আমরা।
কাল রাত ১২ টা থেকে মোদিজি ৫০০ এবং ১০০০ টাকা দিলেন বন্ধ করে। ক্যানও? মোটিভ এটাই যে কালোটাকা, জাল নোট ইত্যাদি দুষ্কর্ম রোধ করবেন। এখন প্রশ্ন হচ্ছে এতে কি আদেও দুর্নিতি কমল??
তিনি নতুন টেকনলজি তে নতুন টাকা বের করবেন কিন্তু তিনি এটা কি জানেন না যে যারা জাল নোট বানায় তারা টেকনলজি নিয়ে বেশ ভালরকম ওয়াকিবহাল । এমন কি দুর্নিতি দিকে দিকে আরও বেড়ে গেল খুব কম সময়ের মধ্যে। ৫০০ টাকা থাকা মানেই একটা দুর্নিতির আতঙ্কে আতঙ্কিত আমাদের মত সাধারন মানুষ। আর দুর্নিতির চিন্তা যাদের মাথায় আছে তারা এখন এই টাকা নিয়েই দুর্নিতি শুরু করে দিয়েছে, ৫০০ টাকার নোট নিয়ে ৩০০ টাকা দিচ্ছে। ওপর থেকে শেয়ার বাজারেও নেমেছে ধস ।
তো এরকম হটাৎ করে রাত্রের মধ্যে গুরুত্বপূর্ণ টাকার কারেন্সি বন্ধ না করে অন্তত এক সপ্তাহের সময়য় দিলে বা মানুষ কে সূচনা করলে আজ এই রকম দূরবস্থার মধ্যে পড়তে হয়তো হতনা।
ট্রেনের টিকিট, খুচরো ওষুধ, সব্জী বাজার সব জায়গায় শুধু খুচরো হাহাকার। এমনকি মাছের বাজারে টাকার চেক নিয়ে বাজার করছেন, বেপারটা কিন্তু মন্দ নয় কি বলেন?
কিন্তু প্রশ্ন এসেই যাচ্ছে বারে বারে ,যে কারণে মোদির এই পদক্ষেপ, সেটা ঠিক কতটা সফল হবে ? সেটাই দেখার ।
Post a Comment