Header Ads

খাবার জলে ড্রেনের গন্ধ


বীড়ভুম জেলার সদর শহর সিউড়ী। হ্যাঁ সদর শহর কিন্তু তা হলেও যে জলের সমস্যা আনেকদিন ধরে চলে আসছে তা এখনও চলছে।
৬ নং ওয়ার্ডে একটা অংশে এক নতুন সমস্যা বিগত কয়েকমাস ধরে হচ্ছে। জল পড়ছে কিন্তু সেই জল নিতে পারছেন না বাসিন্দারা। জলে এক বিদঘুটে গন্ধ আসছে যা ড্রেনের জলের মতন। সেই জল না খাওয়া যাচ্ছে না যাচ্ছে রান্না করা। অনেক্ষন অপেক্ষা করার পর গন্ধ কমলে জল নিচ্ছেন বাসিন্দারা কিন্তু সেখানেও বাধা , গন্ধ কমতে কমতে জল জাচ্ছে চলে।
তাই বাধ্য হয়ে অন্য পাড়া থেকে জল নিয়ে আস্তে হচ্ছে বাসিন্দাদের। মিউনিসিপ্যালিটির সময় হচ্ছেনা এই সমস্যা সমাধানের।    



No comments

Powered by Blogger.